কেশিয়ারি: ভোটাধিকার রক্ষার্থে কেশিয়াড়ির বিনন্দপুরে বিশেষ বৈঠক করল তৃণমূল, উপস্থিত রাজ্য নেত্রী কল্পনা সিট
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের বিনন্দপুরে ভোটাধিকার রক্ষার্থে বিশেষ বৈঠক করলো তৃণমূল কংগ্রেস। মূলত এস আই আর এ যাতে কোন বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের নেত্রী কল্পনাশীট , পবিত্র শিট, অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।