সকাল থেকে পুরুলিয়া গোসলা রেল ক্রসিং এর অদূরে কালভার্টের নিচে একটি বস্তা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অবশেষে বেলার দিকে ওই বস্তাকে কালভার্ট থেকে তুলে কেটে দেখা গেল তার মধ্যে একটি মরা গরুর বাচ্চা রয়েছে। সকাল থেকে যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায় । প্রথম দিকে সকালে আতঙ্ক ছড়ায় কোন মানুষের মরদেহ পড়ে রয়েছে আর তাই পুলিশ সহ রেল পুলিশ ও হাজির হয় ঘটনাস্থলে।