মুরারই ২: পাইকরে 234 নম্বর বুথে সমস্ত ভোটারদের SIR ফর্ম ফিলাপ করতে সহায়তা করছেন শিক্ষা অনুরাগী থেকে তৃণমূলের নেতৃত্বরা
আজ 20 ই নভেম্বর বৃহস্পতিবার বিকেল থেকে মুরারই ২ নম্বর ব্লকের পাইকর 1 পঞ্চায়েতের পাইকরে 234 নম্বর বুথের সমস্ত ভোটারদের SIR এর ফর্ম ফিলাপ করতে সহায়তা করছেন এলাকার শিক্ষা অনুরাগী থেকে ওই ওয়ার্ডের তৃণমূলের নেতৃত্বরা। জানা গিয়েছে যারা নিজে থেকে SIR ফর্ম ফিলাপ করতে পারছে না, তাদের সহায়তা করছেন স্থানীয় শিক্ষানুরাগী থেকে ওই ওয়ার্ডের তৃণমূলের নেতৃত্বরা।এদিন 20 ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলের দিকে সেই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়।