বকেয়া পেনশন এবং গ্রাচুইটির দাবিতে ঘড়ি মোড়ে রায়গঞ্জ মিউনিপ্যাল পেনশনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পথসভা। বৃহস্পতিবার বিকালে সংগঠন নেতৃত্ব বলেন, ৬ মাস ধরে তারা পেনশন পাচ্ছেন না। বার বার পৌর প্রশাসককে বলেও কোনও লাভ হচ্ছে না। ফলে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। আপতত রায়গঞ্জের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা ও অবস্থান করছেন তারা। এরপরেও বকেয়া না পেলে আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।