মুরারই ২: পাইকর 2 অঞ্চল প্রাঙ্গণে কালিকাপুর বিশ্ব টয়লেট দিবস পালন করা হল
শৌচাগার প্রতি ঘরে, রোগ ব্যাধি যাবে দূরে শৌচাগারের ব্যবহার, রোগ মুক্ত পরিবার এই বার্তা নিয়ে। আজ ১৯ নভেম্বর বুধবার আনুমানিক দুপুর নাগাদ। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 2 নম্বর অঞ্চল প্রাঙ্গনে কালিকাপুর বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 2 অঞ্চলের প্রধান বেলাত সেখ সহ পাইকর 2 নম্বর অঞ্চলের VRP, এবং VCT রা,ও পাইকর 2 অঞ্চলের আধিকারিকরা।সেই ছবি উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।