তুতিয়ার কুঠি এলাকায় খরের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ জানা গিয়েছে গোবড়াছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তুতিয়ার কুঠি এলাকার আলীমা দেওয়া নামে এক মহিলার খরের গাদায় আগুন লাগার ঘটনা ঘটে। আচমকায় তার বাড়িতে থাকা খরের গাদায় আগুন লাগে। এলাকার লোকজন দেখতে পেয়ে ছুটে এসে খবর দেন দিনহাটা দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জ