কোচবিহার ১: কোচবিহার পৌরসভায় বিশেষ বৈঠক উপস্থিত চেয়ারম্যান
শুক্রবার দুপুর একটা নাগাদ কোচবিহার পৌরসভায় সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে বৈঠক করলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার শহরের ৪২ টি পুকুরে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সেই গাছ লাগানোর জন্য আত্মিক অনুদান এসেছে। আজ সেলফি গ্রুপের মহিলাদের সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া হল চলতি বছরের মধ্যেই পুকুরগুলির চারপাশে গাছ লাগানো হবে।