পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জঙ্গল লাগোয়া আদিবাসী অধ্যুষিত এলাকার মোড়লদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। বুধবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ আদুরিয়া বিট অফিসে আয়োজিত এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল বন ও বন্যপ্রাণী সংক্রান্ত আইনি বিষয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। সভায় উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুতপা মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত বনাধিকারিক মার্স সিজার দাস সহ অনান্যরা।