বড়সড় ডাকাতির ছোক বাঞ্চাল করে ডাকাতির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গোপালপুর আমাইপুর রাস্তা থেকে ৩ দুষ্কৃতিকে গ্রেফতার করলো নলহাটি থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০টা নাগাদ আদালতে পাঠালো নলহাটি থানা পুলিশ, নলহাটি থানা পুলিশ সূত্রে জানা গেছে গতকাল মধ্যরাত্রিতে গোপন সূত্রে খবর পায় নলহাটি থানা পুলিশ,কয়েকজন দুষ্কৃতি ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে নলহাটির গোপালপুর আমাইপুর রাস্তায় অভিযান চালিয়ে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল্ পুলিশ।