আজ মেদিনীপুর মেডিকেল কলেজের- নার্সিং কলেজে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। উক্ত সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপিকা গন ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র সুমঙ্গল মুখার্জি সমাজসেবী চন্দন চক্রবর্তী ও সমাজসেবী সুব্রত ঘোড়াই তৎসহ উপস্থিত ছিলেন কলেজের বহু ছাত্রী উক্ত সভায় আলোচনা করা হলো নাবালিকা বিবাহ, শিশু ও নারী পাচার সহ জেলা টিনএজ প্রেগন্যান্সী,আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যপ্রণালীর বিভিন্ন দিক গুলি তুলে ধরা হয়।