বহরমপুর: SIR এ মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষের
নাম ভোটার লিস্টে পুনর বহালের দাবিতে
বহরমপুর রবীন্দ্রসদনে সমাবেশ
বহরমপুরে নমঃশূদ্র লোক সংস্কৃতি উৎসবের মঞ্চে মতুয়াদের এসআইআর বিরোধী কণ্ঠস্বর বহরমপুর রবীন্দ্র সদনে আজ পশ্চিমবঙ্গ সরকারের নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত হলো নমঃশূদ্র লোক সংস্কৃতি উৎসব। এই উৎসবের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট লোকশিল্পী মুকুলচন্দ্র বৈরাগ্য। লোকসংস্কৃতির নানা অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনভর উৎসব মুখর হয়ে ওঠে রবীন্দ্র সদন চত্বর। উৎসবকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মতুয়া সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।