হাবড়া ২: বাইক চুরি চক্রের হদিশ গ্রেপ্তার তিন, চারটি বাইক উদ্ধার করল অশোকনগর থানা
বড়সড়ো সাফল্য পেল অশোকনগর থানা, চলতি মাসেই তিন বাইক চোরকে গ্রেফতার করেছিল পুলিশ হেফাজতে থাকাকালীন তাদের জিজ্ঞাসাবাদ করে চারটি চোরাই বাইক উদ্ধার করল, পুলিশ হেফাজত শেষে বুধবার তিন অভিযুক্তকে বারাসাত আদালতে পেশ পুলিশের