আজ সোমবার শালবনীর করনগর মন্দিরে পূজো দেওয়ার পর এলাকার রানী শিরোমনিগড়ে বিজেপির পিকনিক বা চড়ুইভাতীতে অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ। বেলা প্রায় তিনটে পর্যন্ত সময় কাটান সেখানেই। বিজেপির সকল নেতা কর্মীদের সাথে নিয়ে চড়ুইভাতির আড্ডায় সারাদিন খোসমেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে। খাওয়া-দাওয়ার পাশাপাশি সেখানেই কিছুক্ষণের বৈঠক করেন দিলীপ ঘোষ। পুনরায় পুরনো রূপে স্বমহিমায় দিলীপ ঘোষকে ফিরে পেয়ে দেখা গেল একপ্রকার উচ্ছ্বাসিত এবং আবেগ প্রবন হয়ে পড়েন কর্মীরা।