ডেবরা: বুড়ামালা থেকে শ্যামচক যাওয়ার রাস্তায় নয়ন জলিতে উলটে গেলো ডাম্পার,উদ্ধারে পুলিশ
শনিবার সকাল আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বুড়ামালা থেকে শ্যামচক যাওয়ার পথে নয়নজলিতে উল্টে গেল মাল বোঝাই ডাম্পার। তারপরে এলাকাবাসীর জমায়েত হয়ে খবর দেয় ডেবরা থানায়। ঘটনাস্থলে ডেবরা থানা পুলিশ উপস্থিত হয়ে প্রায় দু থেকে তিন ঘন্টা সময়ের পর নাম্বারটি কে উদ্ধার করতে সক্ষম হয়।