রায়গঞ্জ: ১৫ দিনেও খোঁজ নেই নাবালিকার,পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ পরিবার,মেয়েকে ফিরে পেতে আকুল আবেদন
প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ রায়গঞ্জ ব্লকের ১১ নম্বর বীর্ঘই গ্রাম পঞ্চায়েতের পোয়ালতর গ্রামের এক নাবালিকা। গত ২৯ ডিসেম্বর বিদ্যালয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের অভিযোগ, ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক তাদের বাড়ির পাশেই এক জুট মিলে কাজ করতো সেই তার নাবালিকা মেয়েকে অপহরণ করেছে। পুলিশি ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মেয়েকে ফিরে পেতে প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন তারা।