ইংরেজবাজার: উমিদ পোটালে ওয়াকাফের সম্পত্তি রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর আরজি নেতাজি মোরে জানালেন বিভিন্ন ওয়াকাফ সংগঠন
ওয়াকাফ সংশোধনী আইন রাজ্যে বলবৎ হতেই জেলায় জেলায় শুরু হয়েছে ওয়াকাফ সম্পত্তির খতিয়ান সরকারি পোর্টালে তোলার কাজ।এই মর্মে রাজ্যের তরফে জেলা প্রশাসনিক ভবনে এক নির্দেশিকা আসে। আগামী ৫ তারিখের মধ্যে মালদা জেলার রেজিস্টার ওয়াকাফ সম্পত্তির হিসাব মোতুয়ালিদের উমিদ অ্যাপে আপলোড করতে হবে। এই কাজের তদারকি করার জন্য প্রতিটি ব্লকে নিয়োগ করা হয়েছে বিএলএফ।পশ্চিমবঙ্গ বোর্ড অফ ওয়াকাফের তথ্য অনুযায়ী এই রাজ্যে ওয়াকাফ সম্পত্তির পরিমাণ ৮০ হাজার ৪৮০টি এবং জমির পরিমাণ ৮২ হাজার একর