শীতলকুচি: নগর শিঙ্গি মারি এলাকায় খড়ের গাধা আগুন,চাঞ্চল্য এলাকায়
নগর শিঙ্গি মারি এলাকায় খড়ের গাধা আগুন, চাঞ্চল্য এলাকায় শনিবার শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি অঞ্চলের অন্তর্গত নগর সিঙ্গিমারি এলাকায় খড়ের গাধায় আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা জড়ো হয়ে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। এরপরে প্রচুর স্থানীয় মানুষ সেখানে জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে জানা যায় ছোট শিশুরা খেলতে গিয়ে এমন বিপত্তি ঘটে। যদিও খরের মালিক মফিদুল মিয়া জানায় আনুমানিক ৫০০০ টাকার খর পুড়ে ছাই হয়ে গেছে।