রাস্তার ধার থেকে এক পরিযায়ী শ্রমিক যুবকের ক্ষত বিক্ষত মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহারের বাগবাড়ি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম সন্তোষ পাল(২৩)। বাড়ি বাগবাড়ি গ্রামে। জানা গিয়েছে, সোমবার ভোরে জাতীয় সড়কের ধারে ওই যুবককে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে ইটাহার থানার ট্রাফিক পুলিশ। এরপর তারা যুবককে উদ্ধার করে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্তোষকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।