নলহাটি ২: ভগলদিঘী গ্রামের পাঁচ ফেরিওয়ালাকে বাংলাদেশি তকমা লাগিয়ে উড়িষ্যার পুলিশ আটক করে পরে ছেড়ে দিয়ে এ কি বলছেন পরিযায়ীরা
নলহাটি দুই নম্বর ব্লকের ভগলদিঘী গ্রামের উড়িষ্যায় বাংলাদেশী তকমা লাগিয়ে আটক হওয়া পাঁচ পরিযায়ী ফিরিওয়ালাদের ছেড়ে দিল উড়িষ্যার পুলিশ। তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনের তৎপরতায় উপযুক্ত পরিচয়ের নথিপত্র দ্রুত পাঠানোর পর তা খতিয়ে দেখে উড়িষ্যা পুলিশ ছেড়ে দেয় তাদের।বিকেল পাঁচটা নাগাদ সেই ভিডিও আমাদের হাতে এসে পৌঁছায়। কিছুটা স্বস্তি মিললেও পরিবার এখনো দুশ্চিন্তায় যতদিন না বাড়ি ফিরছে তারা। ছেড়ে দেওয়ার পর কি বললেন ঐ পরিযায়ী ফেরিওয়ালারা শুনুন।