হাবরা কুমড়া গ্রাম পঞ্চায়েতের কাশীপুর এলাকায় মতুয়ার সম্মেলনের আয়োজন করা হয়েছে চলবে তিন দিন। তিন দিনে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় পাশাপাশি মেলার আয়োজন এবং দুবেলায় ভক্তদের জন্য খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে
হাবরা ১: কাশিপুর এলাকায় মতুয়া সম্মেলন চলছে তিন দিনব্যাপী - Habra 1 News