রাজনগর ব্লকের রানীপুর গ্রামের খুদে ছাত্র শিবায়ন ব্যানার্জি জেলা স্তরের শিশু ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে রাজ্য স্তরে পৌঁছেছে। মহম্মদবাজার ব্লকের প্যাটেলনগরে অনুষ্ঠিত ৪১তম জেলা শিশু ক্রীড়া প্রতিযোগিতায় ‘ফুটবল থ্রো’ ইভেন্টে ২৮ মিটার থ্রো করে সে প্রথম স্থান অধিকার করে। রাজনগরের রাওতাড়া নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিবায়ন ভিলেজ পুলিশ ত্রিলোচন ব্যানার্জির পুত্র।