পাঁচলা: আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন হাওড়ার পাঁচলা দেউলপুরের বাসিন্দা অনিক মুদি।
Panchla, Howrah | Aug 28, 2025 আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন হাওড়ার পাঁচলা দেউলপুরের বাসিন্দা অনিক মুদি। বৃহস্পতিবার আনুমানিক এগারোটা নাগাদ পাঁচলার দ দেউলপুরের গোলুই পাড়ায় এই খবর আসতেই গোটা গ্রামে বইছে খুশি হাওয়া। মায়ের স্বপ্ন ছিল ছেলে অলিম্পিকসে খেলবে ২০১৯ সাল থেকে অনেক তার বাবার কাছেই প্রশিক্ষণ শুরু করে। গ্রামের বাসিন্দারা জানান অনিক আরো বেশি করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও সাফল্য পায় এবং তিনি বাড়ি ফিরলে তাকে সংবর্ধনা দেয়া হবে বলে