মারধোর ও ছিনতাইয়ের অভিযোগে কোচবিহারের এক ব্যক্তির জেল হেফাজত জানালেন এপিপি শুভব্রত বর্মন। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটা আদালতের এপিপি শুভব্রত বর্মন জানান, গত ৭ ই জানুয়ারি দিনহাটা গোসানী রোড এলাকায় গোপাল বিশ্বাস নামের এক ব্যক্তিকে গালিগালাজ মারধোর ও ছিনতাইয়ের অভিযোগে কোচবিহার কোতোয়ালী থানার সুব্রত চৌধুরী নামের এক ব্যক্তিকে দিনহাটা থানার পুলিশ গ্রে