বাংলা বাঁচাও শ্রম কোড বাতিল সহ বিভিন্ন দাবিতে রবিবার বেলা দুটো নাগাদ মাথাভাঙা নজরুল সদনে সি আই টি ইউ মাথাভাঙ্গা সমন্বয় কমিটির পক্ষ থেকে ষষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হলো। এই কনভেনশনে জেলা সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কনভেনশনের মাধ্যমে শ্রম কোড বাতিল ই রিক্সা স্টেশনে ফ্রি করা শ্রমিকদের মজুরি ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা করা সহ বিভিন্ন দাবিতে এই কর্মের সব অনুষ্ঠিত হয় এবং এই কনভেনশনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।