কোলাঘাট: কোলাঘাট ব্লকের রামচন্দ্রপুর গ্রামে এনুমেরেশন ফর্মে আবারো এক বৃদ্ধস মহিলা বিমলা দাসের ছবির জায়গায় ছেলের ছবি
কোলাঘাট ব্লকের রামচন্দ্রপুর গ্রামে এনুমেরেশন ফর্মে অশোক ঘাঁটার ছবির জায়গায় রয়েছে এক মহিলার ছবি,পাশাপাশি বিমলা দাসের এনুমেরেশন ফর্মে ওই বৃদ্ধা মহিলার ছবির জায়গায় রয়েছে এক পুরুষের ছবি । রীতিমতো ছবি বিভ্রাটের জেরে চরম সমস্যার মধ্যে পড়েছেন এই দুই ব্যক্তি। দুই পরিবারের বক্তব্য, গত কয়েকদিন আগে বিএল ও ফর্ম দিয়ে যায়।প্রথমে এই ফর্মগুলির ছবি খেয়াল করেননি।পরে ফর্ম ফিলাপ করতে গিয়ে চোখে পড়ে।স্থানীয় BLOরিঙ্কু প্রামানিক বৃহস্পতিবার বিকেলে বলেBDOকে জানিয়েছি।