বারাসাত ১: রোগী ও রোগীর পরিবারকে মারধর করার অভিযোগ বারাসাত হাসপাতালে নার্স ও কর্মীদের বিরুদ্ধে, এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি MSVP
ফের খবরে শিরোনামে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল, রোগী ও রোগীর পরিবারকে মারধর করার অভিযোগ নার্স ও কর্মীদের বিরুদ্ধে, এই নিয়ে আজ সন্ধ্যে ৬টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হলেন বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে MSVP