কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগের পাশাপাশি SIR করে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে সোমবার কেশপুর ব্লকের তিন নম্বর আমনপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল ও পথসভা করল তৃণমূল নেতৃত্ব। এই দিন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই,কৃষি কর্মদক্ষ দুর্লভ ঘোষ,শিক্ষা কর্মদক্ষ হরিপদ মাইতি,ব্লক নেতৃত্ব শাহাজান আলী প্রমূখ।