তেহট্ট ১: মা দুর্গা বাসে দুর্ঘটনায় আহত ব্যক্তির চিহ্নিৎসাতে সাহায্য করছে না বাস মালিক অভিযোগ তেহট্ট থানায়
কিছু দিন আগে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের, তেহট্ট pwd মোড়ে মা দুর্গা বাসের ধাক্কায় গুরুতর আহত হয় তেহট্ট নওদা পাড়ার বাসিন্দা সিকাশ দাস, বতর্মানে চিকিৎসা চলছে কলকাতা নীলরতন হাসপাতালে,সিকাশ দাসের পরিবার মা দুর্গা মাসের মালিকের কাছে সাহায্যের আবেদন করলে তাতে কোন উত্তর না মেলায়, আহত সিকাশ দাসের ভাইপো বাপ্পা দাস,মা দুর্গা বাস ও মালিকদের বিরুদ্ধে গত মঙ্গলবার তেহট্ট থানায় করেন অভিযোগ এবং বুধবার দুপুর ২ টোর সময় অভিযোগের রিসিভ নেন তেহট্ট থানা থেকে।