কোচবিহার ১: কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাস তলার মাঠে আমরণ অনশনে বসলো কোচ রাজবংশী কামতাপুরী জাতীয় দল সংগঠনের সদস্য
কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাশ মেলার মাঠে আমরণ অনশনে বসলো কোচ রাজবংশী, কামতাপুরী জাতীয় দল সংগঠনের সদস্যরা। শান্তি চুক্তি স্বাক্ষরের নাম করে জীবন সিং কে আটকে রাখা হয়েছে। এই অভিযোগ তুলেই আজ তারা রাস মেলার মাঠে অবস্থানে বসে। যতক্ষণ না পর্যন্ত সেই শান্তি চুক্তি স্বাক্ষর হবে ততক্ষণ উক্তি তারা এই অনশন চালিয়ে যাবে।।