নলহাটি ১: মাঠকলিঠা লেভেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় মৃত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পরে শেষকৃত্যের জন্য এসে পৌছালো মাঠকলিঠা গ্রামে
মাঠকলিঠা লেভেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় মৃত মাঠকলিঠা গ্রামের যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পরে শেষকৃত্যের জন্য এসে পৌছালো বাড়িতে, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ নলহাটি থানার অন্তর্গত মাঠকলিঠা গ্রামের বাসিন্দা সাহিনুর ইসলামের বাড়িতে শেষকৃত্যের জন্য এসে পৌঁছালো তার মৃতদেহ, প্রসঙ্গত গতকাল সন্ধ্যা নাগাদ নলহাটি থানার অন্তর্গত মাঠকলিঠা গ্রামের লেভেল ক্রসিং এ রেললাইনে একটি মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মাঠকলিঠা গ্রামের যুবকের।