নানুর: নানুরে শুরু হলো ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা, উপস্থিত- জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক, BDO ও BMOH
প্রত্যন্ত গ্ৰামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। এবার সেই পরিষেবা চালু হল নানুরেও। শুক্রবার নানুরের চারকলগ্রাম পঞ্চায়েতের মুরারিপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম শিবির।উল্লেখ্য, নানুর ও লাভপুর ব্লকের জন্য একটি পূর্ণাঙ্গ ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যান বরাদ্দ হয়েছে।জানা গেছে, এই ভ্যান দু’টি ব্লকে সপ্তাহে মোট ছয় দিন ঘুরে ঘুরে।