মাথাভাঙা ১: মাথাভাঙ্গা শিমুলতলা এলাকায় বাইকের ধাক্কায় এক যুবকের মৃত্যু
রাতে রাসমেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে মাথাভাঙা শিমুলতলা এলাকায়।সোমবার বেলা 1 টা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে আসে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম আমিনুর রহমান (৪৬)। বাড়ি প্রেমেরডাঙা পঞ্চায়েতের ঝাউগুড়ি এলাকায়। আমিনুরের এক আত্মীয় জানান, নিশিগঞ্জ রুনিবাড়ির রাসমেলা থেকে আমিনুর আরও দুই জনের সঙ্গে পায়ে হেঁটে ফিরছিলেন।