মুরারই ২: পাইকর দক্ষিণ রবিদাস পাড়ায় নবান্ন উৎসব উপলক্ষে পাইকর গ্রামের কার্তিক ও নারায়ন ঠাকুর তৈরি করার প্রস্তুতি জোর কদমে চলছে
বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 1 অঞ্চলের।পাইকর গ্রাম জুড়ে আগামী বাংলার 21 অগ্রহায়ণ ইংরেজি ৮ ডিসেম্বর সোমবার নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে। নবান্ন উৎসব উপলক্ষে পাইকর দক্ষিণ রবিদাস পাড়ায় এক মৃৎ শিল্পী কার্তিক ও নারায়ণ ঠাকুর তৈরি করার কাজ জোর কদমে চলছে। জানা যায় পাইকর দক্ষিণ রবিদাস পাড়ায় নবান্ন উৎসব উপলক্ষে।পাইকর গ্রামের কার্তিক ও নারায়ন ঠাকুর তৈরি করার প্রস্তুতি জোর কদমে চলছে।