রঘুনাথপুর ২: মানস ভুঁইয়ার ধমকের জের,চেলিয়ামা অঞ্চল তৃণমূলের SIRএর শিবিরে তৎপরতা,পরিদর্শনে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী
সম্প্রতি রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া দলের হাই কমান্ডের নির্দেশে পুরুলিয়ার একাধিক বিধানসভা এলাকার তৃণমূলের করা SIR নিয়ে বাংলার ভোট রক্ষা শিবির গুলি পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেন। এমনকি বেশ কিছু শিবিরে গিয়ে দলীয় নেতৃত্ব বৃন্দদের ধমক দেন মন্ত্রী মানস ভুঁইয়া। তাই জেরে পুরুলিয়ার বিভিন্ন এলাকার SIR নিয়ে করা বাংলার ভোট রক্ষা শিবির গুলির চেহারা পাল্টে গেল।