রঘুনাথপুর ২: মৌতড়ে ভোটার সহায়তা কেন্দ্র পরিদর্শন করে আহত তৃণমূল নেতাকে দেখতে তার বাড়ি পৌঁছালেন যুব তৃণমূলের জেলা সভাপতি গৌরব সিং
রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়ার কাজ।সেই পরিপ্রেক্ষিতেই পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের মৌতড়ে ভোটার সহায়তা কেন্দ্রে পরিদর্শন করেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী মীনু বাউরি, জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী,রঘুনাথপুর 2ব্লক তৃণমূলের সভাপতি গৌরাঙ্গ বাউরী,মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী রুবি চক্রবর্তী, যুব সভাপতি অম্লান মুখার্জী সহ অন্যান্যদের সাথে নিয়ে পুরুলিয়া জেলা যুব তৃণমূলের সভাপতি গৌরব সিং ।