একাধিক রাজ্যের প্রতিযোগীদের পিছনে ফেলে জুনিয়র মিস ইন্ডিয়া চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া। বাংলার হয়ে জাতীয় স্তরের জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ল মাত্র ১৬ বছর বয় সী প্রিন্সিপ্রিয়া ভৌমিক। বুধবার দুপুরে আনুমানিক বারোটা নাগাদ তার পরিবার সূত্রে জানা গেছে, মালদহের ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর গভার্মেন্ট কলোনি এলাকার বাসিন্দা প্রিন্সিপ্রিয়া ভৌমিক (১৬)। বাবা সুরজিৎ ভৌমিক পেশায় একজন ব্যবসায়ী ও মা পূর্ণিমা ভৌমিক গৃহবধূ।