ভোটার তালিকায় একই ব্যক্তির দুটি নাম! একটিতে জ্যাঠা বাবার আসনে, আরেকটিতে নিজের প্রকৃত পিতা — এমনই চাঞ্চল্যকর ঘটনায় সরগরম কালনা দুই নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের শ্বাসপুর রামকৃষ্ণপল্লী এলাকা। বিজেপির সক্রিয় সদস্য ও স্থানীয় পঞ্চায়েতের পরিচিত মুখ গোপাল বাড়ৈয়ের নামে রয়েছে দুটি পৃথক ভোটার কার্ড— একটিতে পিতা হিসেবে উল্লেখ দুলাল বাড়ৈ (জ্যাঠা), অন্যটিতে অনিল বাড়ৈ (নিজের বাবা)।