শান্তিপুর: বাইক রাখাকে কেন্দ্র করে বচোসার জের,বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ এক মদ্যপ যুবকের বিরুদ্ধে,শান্তিপুর থানায় অভিযোগ দায়ের
বাড়ির সামনে বাইক রাখাকে কেন্দ্র করে বচোসার জের,বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, শান্তিপুরের বাইগাছি পাড়ার বাসিন্দা এক বৃদ্ধের সাথে তাদের বাড়ীর সামনে বাইক রাখাকে কেন্দ্র করে গত রবিবার বচোসা হয় এক যুবকের। অভিযোগ, সেই সময় চলে গেলেও বৃহস্পতিবার রাতে মদ্যপান করে ওই যুবক তার অনুগামীদের নিয়ে এসে ওই বৃদ্ধর বাড়িতে চড়াও হয় তাকে মারধর করে ও বাড়ীতে ভাঙচুর চালায়। তাকে ঠেকাতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রী ও ছেলে।