সেওটি টু এলাকায় কছিম উদ্দিন আউলিয়া দরবেশের মৃত্যু দিবস উপলক্ষে মিলনমেলার আয়োজন করা হলো। শনিবার দুপুর ১.৩০ নাগাদ সেখানে দেখা গেলো কছিম উদ্দিন আউলিয়া দরবেশের মাজারে চাদর চরাতে ভিড় উপচে পড়ছে । এবছর কছিম উদ্দিন আউলিয়ার ১০২ তম মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত হয় মেলার। ভারত বাংলাদেশ সীমান্তের সংশ্লিষ্ট এই এলাকায় এই মিলন মেলা কে কেন্দ্র করে সকলের মধ্যে বেশ