বাইকের ধাক্কায় জখম পরিবারের একমাত্র রোজগেরের রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, চাঞ্চল্য করনদিঘিতে। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো পুলিশ। মৃত ব্যক্তির নাম নৃপেন সিংহ, বয়েস আনুমানিক ৩৭ বছর, বাড়ি করনদিঘির খিকড়িটোলা এলাকায়। পরিবারের দাবী শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। একটি দ্রুতগামী বাইক তাকে ধাক্কা মারে। তাকে উদ্ধার করে প্রথমে করনদিঘি হাসপাতালে পরে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।