ব্যারাকপুর ১: জুট মিল শ্রমিকদের বর্ধিত DA র দাবিতে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের তরফে জগদ্দল JJI জুট মিলে ডেপুটেশন
প্রতিবছর তিনবার জুট মিল শ্রমিকদের দিয়ে বৃদ্ধি হয় কিন্তু চলতি বছর ১২৯ পয়েন্ট দিয়ে বৃদ্ধি হলেও রাজ্যের কোন জুট মিলেই এই বর্ধিত DA দেওয়া হয়নি জুট মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই বিষয়ে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে অবিলম্বে বর্ধিত DA দেওয়ার দাবিতে আয়োজিত হল জগদ্দল JJI জুট মিলে ডেপুটেশন কর্মসূচি এই দিন সংগঠনের যুগ্ম সম্পাদক রঞ্জিত মন্ডল জানান অবিলম্বে বর্ধিত DA না পেলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।