ইলামবাজার: ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি অঞ্চলে বাংলার ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত মঙ্গলডিহী অঞ্চল সভাপতি সহ সাধারণ মানুষ
ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি অঞ্চলের বাংলার ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত অঞ্চলের তৃণমূলের সভাপতি সহ বিভিন্ন দলের কর্মীরা ও অগণিত সাধারন মানুষ বিকাল পাঁচটা নাগাদ।SIR কে সামনে রেখে বিভিন্ন কর্মীদের পক্ষ থেকে সঠিক বার্তা সাধারণ মানুষদের সামনে তুলে ধরা হয় এবং যাতে করে কোন সাধারণ মানুষের নাম বাদ না যায় তারই এক সঠিক বার্তা তুলে ধরা হয়।