কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠে সরকার নির্ধারিত ভর্তির ফী এর থেকে বর্ধিত ফী ধার্য্য করার অভিযোগ তুলে কর্নজোড়ায় আন্দোলনে AIDSO, উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক শ্যামল দত্ত। এদিন বিকালে শ্যামল দত্ত হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, স্কুলে ভর্তির জন্য সরকার নির্ধারিত ফী ২৪০ টাকা। রায়গঞ্জের কাশিবাটী হাইস্কুলে ভর্তির ফী ৪০০ টাকা নেওয়া হচ্ছিল। ওই এলাকায় দুস্থ মানুষদের বসবাস, পড়ুয়ারা বর্ধিত হারে ফী দিতে অসমর্থ। আমরা স্কুল কতৃপক্ষের সাথে কথা বলতে গিয়েছিলাম।