খোয়াই: ধলাবিল এলাকা থেকে ২৪ লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করলো পুলিশ
Khowai, Khowai | Nov 28, 2025 ধলাবিল এলাকা থেকে ২৪ লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করলো পুলিশ এদিন সাদা পোশাকের পুলিশ এবং সুভাষ পার্ক আউটপোস্টের যৌথ উদ্যোগ ওত পেতে বসে থেকে সকাল সাড়ে দশটা নাগাদ এই সাফল্যটি আসে। পরবর্তীতে হরিলাল দেববর্মা নামে এক ব্যক্তি সহ ২৪ লিটার দেশি মদ আটক করে সুভাষ পার্ক আউট পোস্টে নিয়ে আসা হয়। এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে।