নলহাটি ১: বর্ধমান-তিনপাহাড় মেমু প্যাসেঞ্জার পরপর তিন দিন বন্ধ, ভোগান্তিতে পড়বেন নলহাটির নিত্য রেল যাত্রী
পাকুর স্টেশন ইন্টারলকিং কাজের জন্য বর্ধমান-তিনপাহাড় মেমু প্যাসেঞ্জার পরপর তিন দিন বন্ধ থাকবে, ফলে ভোগান্তিতে পড়বেন নলহাটি নিত্য রেল যাত্রীরা, এমনটাই আজ বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ জানালেন নলহাটি ব্যবসায়ী সমিতির সম্পাদক সৌমেন ঘোষ, কয়েকদিন আগে রেল দপ্তরের প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া ডিভিশনের রামপুরহাট- গুমানি শাখায় পাকুর স্টেশনে ইন্টারলকিং কাজের জন্য আজ ২৭ নভেম্বর থেকে আগামী 30 নভেম্বর পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।