কালনা ২: দত্তদারিয়াটনে স্বামী বিবেকানন্দর পূর্বপুরুষের ভিটেতে গড়ে উঠল একটি আন্তর্জাতিক মানের গ্রন্থাগার ও সংগ্রহশালা
স্বামী বিবেকানন্দর পূর্বপুরুষের ভিটেতে গড়ে উঠল একটি আন্তর্জাতিক মানের গ্রন্থাগার ও সংগ্রহশালা। রবিবার উদ্বোধন করলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ। অনুষ্ঠানে ছিলেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের সম্পাদক অজ্ঞেয়ানন্দ মহারাজ, গ্রন্থাগার ও সংগ্রহশালার সম্পাদক প্রণব রায়, জেলার পুলিশ সুপার সায়ক দাস, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডলরা। গ্রন্থাগার তৈরির জন্য সুনীলবাবু তাঁর সাংসদ তহবিলের ৩২ লক্ষ টাকা দিয়েছেন।