বিধায়ক তহবিল থেকে অর্থ সাহায্য নিয়ে এলাকায় বসানো হলো ঠান্ডা পানীয় জল সরবরাহের মেশিন। শুক্রবার দুপুর তিনটে নাগাদ এই মেশিনের উদ্বোধন করা হয়। হাওড়া জেলার বালি জোড়া অসত্থ তলা এলাকায় অনেকদিন ধরেই এই ঠান্ডা পানীয় জল সরবরাহকারী মেশিনের দাবি ছিল। বিশেষ করে গরম কালে পথ চলতি সাধারণ মানুষ, অফিস যাত্রী, স্কুল যাত্রী সহ বিভিন্ন গাড়ির চালকরা জল কষ্টে ভোগেন তাদের কথা চিন্তা করেই এই ব্যবস্থা করা হয়েছে।