রঘুনাথপুর ২: ধানাড়া গ্রামের দূর্গাপূজার বিকল্প অন্নপূর্ণা পূজো ধুঁকছে আর্থিক সংকটে,মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন
গ্রামে দুর্গাপূজা হয় না। শারদোৎসবের আনন্দ থেকে তা বলে বঞ্চিত হবে গ্রামের মানুষ। তাই বিকল্প ব্যবস্থা। অগ্রহায়ণের নতুন ধান উঠাকে কেন্দ্র করে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের ধানাড়া গ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নবান্ন উৎসব দেবী অন্নপূর্ণার পুজো। তিথি মেনে অগ্রহায়নের শুক্লা পঞ্চমীতে এই পূজো হচ্ছে। দুর্গাপূজার মতো এখানেও সপ্তমী, অষ্টমী ও নবমী তিনদিন ধরে মহাসমারোহে দেবী অন্নপূর্ণার পুজো হয়। গ্রামের আট থেকে আশি সকলে মেতে ওঠে।