খানাকুল ১: মা ফোনে বলেছিলো তাড়াতাড়ি বাড়ি আয় অপেক্ষায় আছি,আর বাড়ি ফেরা হল না ছেলের,সোদপুরে দুর্ঘটনা কেরে নিলো প্রাণ
ডাম্পারের সাথে সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী যুবকের।ঘটনাটি ঘটে শনিবার পুরশুড়ার সোদপুর এলাকায়।মৃতর নাম সৌরভ পড়েল।বাড়ি আরামবাগের শ্যামগ্রামে।জানা গেছে,সৌরভ বাড়ির বড়ো ছেলে,বাবা বয়স্ক আর ভাই ছোট,তাই সবে মাত্র সংসারের হাল ধরেছিলো সে।রাতে একটি দুগ্ধ সরবরাহ করা গাড়িতে কাজ করতো।কাজ সেরে শনিবার বাড়ি ফিরছিলো বাইক চালিয়ে।তখনি ঘটে যায় দুর্ঘটনা।পুলিশ তাকে আরামবাগ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।মেডিক্যাল কলেজের সামনে কান্নায় ভেঙে পরেন পরিবার।