ভারতীয় জীবন বীমা নিগম বারাসাত শাখার উদ্যোগে চেতনতামূলক মোটরসাইকেল র্যালি বারাসাতে আজ দুপুর ১২:৩০ নাগাদ কর্পোরেট ফ্লাগ তুলে ্যালির শুভ সূচনা করেন বারাসাত শাখার মুখ্য আধিকারিক পিযুস কান্তি চট্টোপাধ্যায়।। বিমার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজকের এই রেলিকে ঘিরে সদস্যদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখবার মত। একশোরও বেশি মোটরসাইকেল এবং ২০০রও বেশি সদস্য আজকের এই রেলিতে অংশগ্রহণ করেন।